জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ এর বিষয় ভিত্তিক সাধারণ জ্ঞান ও কাবিংয়ে রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার আসিফ আব্দুল্লাহ।
সে উপজেলার ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আসিফ আব্দুল্লাহ সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আলতাব হোসেন ও ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা জহুরা দম্পতির সন্তান।
বুধবার (৬ মার্চ) দুপুরে রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) একাডেমি ভবনে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা পদক-২০২৪ এর অনুষ্ঠান শেষে তাকে
পদক ও সনদ প্রদান করা হয়।
বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালক অলক চক্রবর্তীসহ উপস্থিত অতিথিরা তার হাতে পদক তুলে দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আসিফ আব্দুল্লাহ পিতা প্রভাষক আলতাব হোসেন।
আসিফ আব্দুল্লাহর পিতা প্রভাষক আলতাব হোসেন একুশে সংবাদ. কমকে বলেন, তাঁর ছেলে আসিফ আব্দুল্লাহ বিষয় ভিত্তিক সাধারণ জ্ঞান ও কাবিংয়ে রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। সে এখন জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে।
আলতাব হোসেন আরও বলেন, সন্তানের প্রাপ্তিই আমার প্রাপ্তি। তাই খুবই ভালো লাগছে। এজন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আসলে একার প্রচেষ্টায় ভালো ফলাফল হয় না। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এটি সম্ভব হয়েছে।
একুশে সংবাদ/এনএস