AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

কোটচাঁদপুরে জাতীয় বীমা দিবস পালিত


কোটচাঁদপুরে জাতীয় বীমা দিবস পালিত

“করবো বীমা গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ”- এ প্রতিপাদ্যে কোটচাঁদপুর পালিত হয়েছে জাতীয় বীমা দিবস। এ উপলক্ষে শুক্রবার (১ মার্চ) সকালে অনুষ্ঠিত হয় বর্ণাট্য র‍্যালি ও আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা উছেন মে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা  শিলা বেগম, পল্লী সঞ্চয় কর্মকর্তা চম্পা অধিকারী।

সভায় বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনসুরেন্সের এজিএম আবুল কালাম আজাদ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কোটচাঁদপুর অফিসের এজিএম  মঈন উদ্দীন খান, সোনালী লাইফ ইনসুরেন্সের মুজাহিদুল ইসলাম,ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের এ জি এম আল-আমীন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ডি জি এম কাজী রওশান আরা।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর কোটচাঁদপুর উপজেলা অফির্সাস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথিবৃন্দরা বলেন, জীবনে চলার পথে বীমার কোন বিকল্প নাই। ১৯৬০ সালের ১লা মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কর্মজীবনে আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন।

সেই হিসাবে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বর্তমান সরকার ১লা মার্চকে ১ম জাতীয় বীমা দিবস হিসাবে ঘোষনা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা।


একুশে সংবাদ/স.ক.প্র/জাহা

Link copied!