চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে আনুষ্ঠানিকভাবে চালু হলো শিশুদের জন্য বিশেষ কিডস কর্ণার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করে সীমিত জায়গায় হলেও এই কিডস জোন চালু করেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা শিশুদের অপেক্ষার সময়ে আনন্দদায়ক পরিবেশ তৈরি করা এবং তাদের মানসিক চাপ কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান তিনি। ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, “শিশুরা চিকিৎসার জন্য হাসপাতালে এলে ভয় পায়। তাদের জন্য একটি খেলাধুলার পরিবেশ থাকলে চিকিৎসা প্রক্রিয়া সহজ হবে এবং অভিভাবকরাও স্বস্তি পাবেন।”
স্থান সংকটের কারণে আপাতত ছোট পরিসরে চালু হলেও ভবিষ্যতে কিডস কর্ণার আরও বড় পরিসরে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে