AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে ‌  অমর একুশে গ্রন্থমেলা সমাপ্ত


Ekushey Sangbad
সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি
০৯:৫২ পিএম, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

ফরিদপুরে ‌  অমর একুশে গ্রন্থমেলা সমাপ্ত

ফরিদপুর শহরের ‌ অম্বিকা ময়দানে  অমর একুশে গ্রন্থ মেলা বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে ‌ এ উপলক্ষে ‌ সমাপনী অনুষ্ঠান আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফরিদপুর জেলা প্রশাসক ‌ কামরুল আহসান তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ রওশন  ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ‌ আব্দুর রাজ্জাক মোল্লা, এ সময় ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন স্টল  মালিকেরা সহ ‌‌ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিবর্গসহ  গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন ‌।

এ  উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ‌ বক্তারা  অমর ‌ একুশে গ্রন্থ মেলায় ২১ জন লেখক তাদের বই প্রকাশ করেছেন ‌। এজন্য তাদের ধন্যবাদ জানান। 

বক্তারা বলেন বই পড়তে হবে, বই পড়ে নিজেদের আবিষ্কার করতে হবে, আগামী প্রজন্ম যাতে বই পড়তে উৎসাহিত হয় লক্ষ রাখতে হবে। পরিশেষে ‌ এই মেলায় অংশগ্রহণ কারি সকল স্টল মালিক, ‌ বইয়ের পাঠক এবং বই ক্রেতাদের ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠানে শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত মেলায় ‌  মোট ৩০ টি স্টল অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে পরবর্তী পর্বে ‌ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ‌।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!