AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাই চক্রের ৪ সদস্য আটক


Ekushey Sangbad
শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিনিধি
০৯:০৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাই চক্রের ৪ সদস্য আটক

মৌলভীবাজার জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃ সবাই মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গলে কয়েকটি ছিনতাইয়ের সাথে জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছিনতাইকারীদের গ্রেপ্তারের তথ্য জানান পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) সুদর্শন কুমার রায়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ৬ ডিসেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের একটি ব্যাংক থেকে একজন নারী ছিনতাইয়ের শিকার হন। পরে আবারও গত ১৭ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল শহরে দুইজন চা শ্রমিকের পেনশনের প্রায় সাড়ে ৪ লাখ টাকা ছিনতাইকারীরা লুটে নেয়।

এরপর ১৮ ডিসেম্বর মৌলভীবাজার শহরে আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব ঘটনায়  পৃথক পৃথক মামলা দায়ের হলে ছিনতাইকারীদের ধরতে জেলা পুলিশ সুপারের নির্দেশে মাঠে নামে জেলা পুলিশের একটি টিম।

এসব ঘটনায় গতকাল সোমবার জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোয়ার আলমের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে সিলেট শহরের বিভিন্ন স্থান থেকে একাধিক ছিনতাই ও ডাকাতি মামলার আসামি সিলেটের গোলপগঞ্জের বেলাল আহমেদ ওরফে জাকির মোল্লা, শাহপরান থানার কামাল মিয়া, উসমানীনগরের হোসেন ওরফে তৈফিক ও গোলাপগঞ্জের বাবুল আহমেদকে গ্রেপ্তার করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ৪ ছিনতাইকারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা সবাই চুরি, ডাকাতি ছিনতাই কাজে জড়িত রয়েছে। পরে আসামিদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা পুলিশের সাংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান প্রমুখ।

 

একুশে সংবাদ/এ.ম.প্র/জাহা
 

Link copied!