১২দিনেরও বেশি সময় ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বয়োবৃদ্ধ মোঃ মুনতাজুল ইসলামের (৬৫) ফিরে আসার অপেক্ষার প্রহর গুনছে পরিবার। গত বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় নিজ বাড়ী থেকে বের হয়ে আর ফেননি।
নিখোঁজ মোঃ মুনতাজুল ইসলাম নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের উকিলপাড়া গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে।
নিখোঁজ মোন্তাজুলের ছেলে মনিরুজ্জামান জানান, আমার বাবার গায়ের রং কালো, উচ্চতায় ৫ফুট ৪ইঞ্চি, মুখের থুতনি ভরা সাদা দাড়ি। নিজের নাম ছাড়া আর কিছুই মনে করতে পারেন না। তবে কেউ ডিমলা, গয়াবাড়ী বা উকিলপাড়া এসব এলাকার নাম বললে মনে করতে পারেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কেউ আমার বাবার খোঁজ পেলে নিম্নোক্ত ০১৯১৯-৬১৪৫৩১ (প্রতিবেশী) নাম্বারে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

