সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক’ প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের কাওয়াক হাসপাতাল মাঠে রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগিতা অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা সুলতানা এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ( অস্থায়ী) চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মজনু মিয়া, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক শফিউল আলম হেভেন, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান অলক, আওয়ামী লীগ নেতা নবী নেওয়াজ খান বিনু, সদর উল্লাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ স্বপন প্রমুখ।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানে পৌরসভাসহ উপজেলার ১৪ ইউনিয়নের প্রাইমারী স্কুলের শিক্ষার্থীরা ৫৪টি ইভেন্টে এ অংশ নেয়।
একুশে সংবাদ/সা.হ.উ/সা.আ