নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা ইউনিয়নে অভিযান চালিয়ে নাশকতাসহ ১২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছাত্রদল সভাপতি ইয়াসিন আরাফাত বাবুকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্দিকোনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাবু উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামের হাজি মতিউর রহমানের ছেলে এবং সান্দিকোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
কেন্দুয়া থানার পরিদর্শক (ওসি) এনামুল হক বাবুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিগত সময় বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ চলাকালে কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকায় মারপিট, ভাঙচুর ও নাশকতা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বাবু। এসব ঘটনায় বাবুর বিরুদ্ধে থানায় ১২টি নাশকতার মামলা রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেণ্ট ও রয়েছে।
তিনি আরো জানান, ইয়াসমিন আরাফাত বাবুকে নাশকতার ৫ মামলা এবং গাজীপুরের এক ওয়ারেন্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/আ.গো.উ/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

