উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে শান্তির প্রতীক পায়রা, বেলুন-ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।
পরে অভিবাদন মঞ্চ থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া অভিবাদন গ্রহণ করেন। পরবর্তীতে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও অভিভাবকগেণর প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আরাফাতুল ইসলাম, আরআই পুলিশ লাইন্স মোঃ আজিবর রহমান, আরওআই রিজার্ভ অফিস মোঃ লুৎফর রহমান, প্লেসের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদসহ পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন, শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকমন্ডলী ও অভিভাবকগণ।
একুশে সংবাদ/আ.উ/সা.আ