মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় শ্রীমঙ্গল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় এবং কাজের অভিন্ন মানদন্ডের ভিত্তিতে তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের সভা কক্ষে একটি অনুষ্ঠানে ওসি বিনয় ভূষন রায়ের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারসহ শ্রীমঙ্গল থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
একুশে সংবাদ/এ.ম.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

