AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত বাংলাদেশি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বান্দরবান
১২:৪৯ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত বাংলাদেশি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ির তমব্রু এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হওয়া ব্যক্তির নাম প্রবীর ধর (৫৮)। তিনি তমব্রু ক্যাম্প এলাকার বাসিন্দা যুধিষ্ঠির ধরের ছেলে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় তুমুল সংঘর্ষ ও গোলাগুলি চলছে। সেখান থেকে ছোঁড়া বুলেট ও মর্টারশেল এসে পড়ছে বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তমব্রু কোনাপাড়ায়। এতে, আতঙ্ক ছড়িয়ে পড়ে কোনারপাড়ার বাসিন্দাদের মধ্যে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে রয়েছেন তারা।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর থেকেই মিয়ানিমারের অভ্যন্তরে গোলাগুলি ও মর্টারশেলের শব্দ শোনা যায়। সন্ধ্যার পরে থামলেও মধ্যরাত থেকে আবারও শুরু হয় গোলাগুলি। এতে, বিকট শব্দে কেপে উঠে ঘুমধুম-তমব্রুর সীমান্তবর্তী এলাকা। এ সময় বেশ কয়েকটি বুলেট ও মর্টারশেলের খোসা এসে পড়েছে তমব্রু কোনাপাড়ায়। মর্টারশেলের খোসার আঘাতে কয়েকটি বাড়ির টিন ছিদ্র হয়ে যায়।

এদিকে, এ ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয়রা। অনেকেই আতঙ্ককে ঘরবাড়ি ছাড়তে শুরু করেছে।

উল্লেখ্য, রাখাইনে গত কয়েক মাস ধরে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির তুমুল লড়াই চলছে।


একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা

Link copied!