AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
গাজীপুরে সংসদীয় আসন পাঁচটি

একটিতে স্বতন্ত্র, চারটিতে নৌকা প্রার্থী বিজয়ী


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০২:৪০ পিএম, ৮ জানুয়ারি, ২০২৪
একটিতে স্বতন্ত্র, চারটিতে নৌকা প্রার্থী বিজয়ী

গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে একটিতে নৌকার প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী। অপর চারটি আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বেসরকারি ফলাফলে নির্বাচিতদের নাম ঘোষনা করেছেন।

গাজীপুর-১ (কালিয়াকৈর ও গাসিকের একাংশ) আসনে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ৯ হাজার ২১৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল পেয়েছেন ৯২ হাজার ৭৮৮ ভোট।

প্রচারের সময় তীব্র উত্তেজনা ছড়ানো গাজীপুর-২ (গাজীপুর সদর ও টঙ্গী) আসনে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন শ্রমিক নেতা সাবেক এমপি প্রয়াত আহসান উল্লাহ মাষ্টারের ছেলে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ৪ হাজার ৪৭৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দি পেয়েছেন ৮৪ হাজার ১২৯ ভোট।

গাজীপুর-৩ (শ্রীপুর-পিরুজালী-মির্জাপরি-ভাওয়ালগড়) আসনে বাংলাদেশ কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও এ আসনের টানা ৬বারের এমপি, সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট রহমত আলীর কণ্যা আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ পেয়েছেন ১ লাখ এক হাজার ৬৭৪ ভোট।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বঙ্গতাজ কণ্যা বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সিমিন হোসেন রিমি ৮৯ হাজার ৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা শিল্পপতি আলম আহমদে পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট।

গাজীপুর-৫ (কালীগঞ্জ ও গাসিকের একাংশ) আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, ডাকসুর সাবেক জিএস ও সাবেক ভিপি, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান ট্রাক প্রতীকের ১২ হাজার ২৪৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৬২ হাজার ৯৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেহের আফরোজ চুমকি পেয়েছেন ৫০ হাজার ৬৯৬ ভোট।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!