আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় পিসি, এপিসি ও আনসার - ভিডিপির সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩ জানুয়ারি) ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে উপজেলা আনসার-ভিডিপি অফিসার গোলজার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল মান্নান।
এ সময় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সব পিসি, এপিসি ও আনসার-ভিডিপি সদস্যদের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

