AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনে দেশি–বিদেশিদের নজর রয়েছে: শাহজাহান ওমর


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ঝালকাঠি
০৭:৪৬ পিএম, ৩ জানুয়ারি, ২০২৪
নির্বাচনে দেশি–বিদেশিদের নজর রয়েছে: শাহজাহান ওমর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছু দেশি–বিদেশি চক্র তীক্ষ্ণ নজর রাখছে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান ওমর। বিএনপির সদ্য বহিষ্কৃত এই ভাইস চেয়ারম্যান বুধবার এক নির্বাচনী পথসভায় ভোটারদের জালভোট দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধও জানিয়েছেন।  

পথসভায় নিজ ইউনিয়নবাসীর উদ্দেশ্যে শাহজাহান ওমর বলেন, ‘প্রিয় শুক্তাগড়বাসী। এই নির্বাচনে জিতে গেছেন, এই জেতা সেই জেতা নয়। সব হার হার নয়, সব জিত জিত নয়। যে রকম ২০১৮ সালে আমি হেরেছি না? আমি কি জনমানুষের কাছে হেরেছি? সব হার হার নয়। এই নির্বাচনে তো আমরা জিতে গেছি, এই জিত কি জিত?। তবে জিত হতে হবে। কেমন করে হবে, আমি বলছি।’

‘নির্বাচন দুই রকম হয়। এক রকম হলো ইনক্লুসিভ, সব দলকে নিয়ে নির্বাচন করা হয়। সেখানে যদি ভোট থাকে ৩০টা দাঁড়াইছে (প্রার্থী) ৭ জন। ৭ জনের যে ৫টা ভোট পায়, ৫ সদস্যে হয়ে যায়।’ যোগ করেন তিনি।

শাহজাহান ওমর বলেন, ‘এই নির্বাচনে কিছু কিছু দেশি–বিদেশি চক্র আমাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর দিছে। বিশেষ করে আপনাদের এই সিটে অনেক সাংবাদিক, অনেক আমাদের বিরোধী দলীয় এজেন্ট, দেশি-বিদেশি এজেন্ট গোপনে তথ্য নেবে। যদি একটা জাল ভোট দেন সঙ্গে সঙ্গে কট হয়ে যাবেন, যদি একটা মৃত ব্যক্তির ভোট কাস্ট করেন কট হয়ে যাবেন। যারা বিদেশ থাকে তাঁদের ভোট দেন কট হয়ে যাবেন। দয়া করে এইগুলো করবেন না।’

শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ পথসভায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুল হক মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!