সারাদেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় পৌষের এই শীতল সকালে শিক্ষার্থীরা এসেছিল নতুন বই নিতে। বছরের প্রথম দিনেই সব শিক্ষার্থী পেল নতুন বই। নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীরা শুরু করবে তাদের নতুন শিক্ষাবর্ষ।
আজ সোমবার (১ জানুয়ারি)) গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে দু-বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস আর ফারুক, শিক্ষা অফিসার নাগমা শিলভিয়া খান, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, পিআইও সজীবুল করিম, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আখের মিঞাসহ শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হয়।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

