আগামী ৭ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনস্রোত দেখে ঢাকা-৯ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাবের হোসেন চৌধুরী এমপি বলেন, সাধারণ মানুষ ভোট দেয়ার জন্য অপেক্ষায় আছে। তারা নির্বাচনে নিজের ভোট দিতে চায়। প্রত্যেকটি নির্বাচনী প্রচারণা সভা সেটাই প্রমাণ করে।
শনিবার (৩০ডিসেম্বর) সকালে সাবের চৌধুরী খিলগাঁও ১নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে জনসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় অলিগলিতে ছিল উপচে পড়া ভিড়। পাড়া-মহল্লা ছিল স্লোগান স্লোগানে মুখর। বাড়ির গেট থেকে শুরু করে গলির মুখ পর্যন্ত জনস্রোত। বিভিন্ন সড়ক ও গলি প্রদক্ষিণের সময় বাসিন্দারা প্রিয়নেতা সাবের হোসেন চৌধুরীর দিকে হাত নেড়ে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ‘নৌকার’ পক্ষে স্লোগান দেন।
এ সময় এই জননেতা এলাকাবাসীর সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন এবং নৌকায় ভোট চান। জনসংযোগের সময় ঢাকা-৯ আসনের বিভিন্ন উন্নয়ন চিত্রসহ লিফলেট ভোটারদের মাঝে বিরতণ করা হয়।
জনসংযোগ শেষ করে সাবের হোসেন চৌধুরী খিলগাঁও সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যান সমিতির আয়োজনে মতবিনিময় ও উঠান বৈঠকে অংশ নেন।
খিলগাঁও ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শাহাদাত হোসেন সাধুর পরিচালনায় উঠান বৈঠকে সাবের হোসেন চৌধুরী বলেন, সাধারণ মানুষ ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। আগামী ৭ জানুয়ারি গণমানুষের আরেকটি ঐতিহাসিক ভিত রচনা করা হবে। এদিন আওয়ামী লীগের নয়, সাধারণ মানুষের জয় হবে। বাংলাদেশের জয় হবে।
তিনি আরো বলেন, এ দেশে দল-মত-ধর্ম-জাতি নির্বিশেষ সবার। জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এই ঐক্য শান্তির পূর্বশর্ত। শান্তি বিরাজ করলে সবার জন্য মঙ্গল নিশ্চিত হয়।
ঢাকা-৯ আসনে সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, এখানে সম্প্রীতি আছে। মন্দিরের জায়গা থেকে মসজিদে যাওয়ার জন্য জায়গা দেয়া হয়েছে। পানির পাম্প স্থাপন করার জন্য মন্দিরের জায়গা দেয়া হয়েছে। তাই এই এলাকা নিয়ে গর্ব করি। আমরা আগামীতে এই ধারা ধরে রাখব।
পিছিয়ে পড়া এলাকায় রাস্তাঘাট উন্নয়ন, শতভাগ পানি সরবরাহ, শতভাগ বিদ্যুৎ চাহিদা পূরণ, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন প্রভৃতি করা হয়েছে।
এ সময় তিনি সব ভোটারদের আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ, সাধারন ভোটার, সরকারি বাসভবনের কলোনিবাসী প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ