পাবনা-৩ (চাটমোহর ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টারের ট্রাক মার্কা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে পাবনার ভাঙ্গুড়া পৌরসভার বড়াল ব্রিজ ষ্টেশন বাজার এলাকায় এ অফিস উদ্বোধন করা হয়।
ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার আলী মাস্টারের সভাপতিত্বে নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হামিদ মাস্টার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমুলক ও উৎসবমুখর পরিবেশে ভোট হবে।
তাই আপনারা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। কারো কোনো হুমকি ধামকিতে ভয় পাবেন না। ট্রাক প্রতিককে বিজয়ী করার মধ্য দিয়ে পাবনা-৩ এলাকার মানুষ তাদের শোষণ বঞ্ছনার রায় দেবেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডা: গোলজার হোসেন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোকলেছুর রহমান সাইদ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসিনুর রহমান, গোলাম মোস্তাফা, ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান ফকির, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল ইসলাম মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচনী অফিস উদ্বোধন শেষে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টার আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে পৌর সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া চান এবং তার ট্রাক প্রতিকে ভোট দেবার আহ্বান জানান।
একুশে সংবাদ/শ.সা.প্র/জাহা