১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অসহায় গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ ই ডিসেম্বর)গোপালগঞ্জ জেলার সদর উপজেলার গান্ধিয়াশুর বাজারে অবস্থিত নিউ জননী প্রাইভেট হাসপাতাল এ্যান্ড ডায়াগনিক সেন্টারের উদ্যোগে হাসপাতাল চত্বরে সকাল ১০ থেকে বিকাল ৩ টা পর্যন্ত প্রায় চার শতাধিক অসহায় গরীব রোগীদের মাঝে বিনামূল্যে এ চিকিৎসা প্রদান করা হয়।
চিকিৎসা চলাকালীন সময়ে বিভিন্ন এলাকা থেকে রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসেন । বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সম্পর্কে নিউজ জননী প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাকবীর সিকদার (সবুজ) বলেন, আজকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আমাদের এখানে বিনা ভিজিটে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা প্রদান সহ রোগীদের প্রাথমিক অবস্থায় বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।
এছাড়া রক্তের বিভিন্ন পরিক্ষা, ডায়াবেটিস পরিক্ষা, থাইরয়েড, আল্ট্রাসনো, এক্সরে, ইসিজি ও সব রকমের পরিক্ষা নিরীক্ষা ফি অর্ধেক টাকায় করানো হয়।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

