ময়মনসিংহের তারাকান্দায় কছিম উদ্দিন (৪৫) নামে এক শশুরকে জামাতার বিরুদ্ধে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকেলে তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের নিতারাশি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, তারাকান্দা উপজেলার রাইজান গ্রামের মাহমুদুল হাসানের সাথে প্রায় ২ বছর আগে নিতারাশি গ্রামের কছিম উদ্দিনের মেয়ে দিপালী বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ৯ মাসের এক মেয়ে সন্তান রয়েছে। স্বামী নির্যাতন করায় দিপালী বেগম সন্তানসহ দীর্ঘদিন ধরে পিত্রালয়ে ছিলেন। মাহমুদুল হাসান এসে স্ত্রীকে রেখে সন্তানকে নিয়ে যেতে চাইলে শশুর বাধা দেন। এতে মাহমুদুল হাসান শশুর কছিম উদ্দিনকে দা দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেন।
এ ঘটনায় এলাকাবাসি জামাতা মাহমুদুল হাসানকে আটক করে পুলিশে দেন। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/বিএইচ