AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবনা-৩ আসনে নৌকার মাঝি মকবুল হোসেন


Ekushey Sangbad
ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি, পাবনা
০৭:১১ পিএম, ২৬ নভেম্বর, ২০২৩

পাবনা-৩ আসনে নৌকার মাঝি মকবুল হোসেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়তে পাবনা-৩ আসন থেকে এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চম বারের মতো পাবনা-৩ আসনের নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়ায় খুশি এ আসনের জনগণ।

পাবনা-৩ আসন থেকে পঞ্চম বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আলহাজ্ব মোঃ মকবুল হোসেন ভাঙ্গুড়া পৌরসভার সরদার পাড়ার বাসিন্দা মৃত আলহাজ্ব মহাসীন আলীর ছেলে।

রোববার বিকেলে তার নির্বাচনী এলাকা পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে তার কর্মী সর্মথকরা একে অন্যের মধ্যে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে তার সর্মথকরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট করছেন।

পঞ্চম বারের মতো পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও দলীয় মনোনয়ন পাওয়া আলহাজ্ব মোঃ মকবুল হোসেন বলেন, ‘এলাকার মানুষের দোয়া ও ভালোবাসা ছিল। আবারও নৌকার কান্ডারি হিসেবে মনোনীত করায় দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।


একুশে সংবাদ/শ.হ.প্র/জাহা

Shwapno
Link copied!