মুন্সিগঞ্জের গজারিয়ায় সাত মাস বয়সী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় নানি-নাতির মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর ) বিকেল আনুমানিক ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন- গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী জোহরা বেগম (৬৫) ও পার্শ্ববর্তী মেঘনা উপজেলার বড়কান্দী গ্রামের রাসেল মিয়ার সাত মাস বয়সী ছেলে আব্দুল্লাহ।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, শনিবার বিকেলে নাতি আব্দুল্লাহকে নিয়ে সোনারগাঁও এক ডাক্তারের কাছে যাচ্ছিলেন জোহরা বেগম ও তার পরিবারের সদস্যরা। এ সময় বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় বেপরোয়া গতির ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান।
ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ হুমায়ুন কবির জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটিও জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে যান।
একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

