AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৫


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, রাজশাহী
০৩:৪৭ পিএম, ২৫ নভেম্বর, ২০২৩

রাজশাহীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৫

রাজশাহীর বেলপুকুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর চেকপোস্ট এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ আরিফুল ইসলাম নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহতরা হলেন— নাটোরের গুরুদাসপুর উপজেলার বাকিপুর এলাকার হাসান আলীর স্ত্রী পারভিন বেগম (৩৫), একই উপজেলার কান্তাপুর এলাকার আবু সাঈদের মেয়ে শারমিন (১৭), একই এলাকার ইনসাব আলী (৭৫) ও তার ছেলে আইয়ুব আলী লাবু (৩৫) এবং নাটোরের গুরুদাসপুর উপজলার মকিমপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মোকলেসুর রহমান (৪৫)। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশার যাত্রীরা ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে আরও ৪জনের মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।  

বেলপুকুর থানার ওসি হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Shwapno
Link copied!