সাভারের হেমায়েতপুরে বাসচাপায় আফসানা আক্তার (২২) নামে এক নারী পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা আড়াটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাভার থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) দিপক রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আফসানা আক্তার মিরপুর ১৪ এলাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১১) সদস্য। তবে তার বিস্তারিত পরিচয় ও স্বামীর নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, রাজধানীর উত্তরা থেকে ডিউটি শেষ করে স্বামীর সঙ্গে মোটরসাইকেল যোগে বোনের বাসা হেমায়েতপুরের উদ্দেশ্যে রওনা দেন আফসানা আক্তার। তারা হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেলফি পরিবহনের একটি দ্রুত গতির বাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ওই পুলিশ সদস্য ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘাতক বাসটি আটক করে পুলিশ। তবে ততক্ষণে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান।
সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

