সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকীর্তিতে পুষ্প্যমাল্য অর্পন ও বৃক্ষ রোপন করেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলার ইউএনও কাওছার হাবিব, এসি ল্যান্ড মুহাম্মদ আসাদুজ্জামান, ওসি মাহবুব আলম, বীর মুক্তিযোদ্ধা,উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, ১১ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
এছাড়া তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক খোঁজ খবর নেন। সবশেষে সাদুল্লাপুর থানা পুলিশের একটি চৌকসদল তাকে গার্ড অব অনার প্রদান করে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :