AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশ লাইনসের ব্যারাক থেকে এসআইয়ের মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সাতক্ষীরা
০২:২৭ পিএম, ২৩ নভেম্বর, ২০২৩

পুলিশ লাইনসের ব্যারাক থেকে এসআইয়ের মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় পুলিশ লাইনসের ব্যারাক থেকে সদ্য যোগদানকারী মো. আজাহার আলী (৫৮) নামে এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে পুলিশ লাইনসের ব্যারাকের দোতালায় একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. আজাহার আলী যশোরের রাজারহাট এলাকার বাসিন্দা। গত ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়ে তিনি সাতক্ষীরা পুলিশ লাইনসে যোগদান করেন।

আজাহার আলী ছোট ভাই মো. জালাল উদ্দীন জানান, ‘পাঁচ বছর আগে কুষ্টিয়ায় একটি দুর্ঘটনার কারণে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। এরপর থেকে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তানের জনক।

সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সজীব খান জানান, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেয়া যাবে বলে তিনি জানান।


একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা

Link copied!