AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় দুদকের শিক্ষা উপকরণ বিতরণ


Ekushey Sangbad
আশরাফ গোলাপ, কেন্দুয়া, নেত্রকোনা
০৬:০৯ পিএম, ১৩ নভেম্বর, ২০২৩

কেন্দুয়ায় দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

নেত্রকোনার কেন্দুয়ায় দুদকের সততা সংঘের সদস্যদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে উপজেলার সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সততা সংঘের সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. লূৎফর রহমান ভূঞা। 

সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সততা সংঘের ১১ সদস্য বিশিষ্ট কমিটির সকলেই দুদক কর্তৃক শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। 

শিক্ষা উপকরণ মধ্যে - কলম, জ্যামিতি বক্স, টিফিন বক্স, পানির পাত্র, ক্যালকুলেটর উল্লেখযোগ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের সততা চর্চার মাধ্যম হিসেবে সততা ষ্টোরের প্রশংসা করে বলেন, সততা চর্চা সর্বত্র প্রয়োজন। সততা একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। 

উপস্থিত অতিথিরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দুদকের এই সুন্দর ও মহতী উদ্দ্যোগ প্রশংসার দাবী রাখে পাশাপাশি সৃজনশীল এই কর্মকাণ্ডের  উত্তোরোত্তর সফলতা কামনা করেন।

উপজেলার সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সততা সংঘের সভাপতি দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মীম তার প্রতিক্রিয়ায় জানায়, দুদক কর্তৃক সততা সংঘের সকল সদস্যদেরকে শিক্ষা উপকরণ দেওয়ায় আমি সততা সংঘের পক্ষ থেকে দুদককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই শিক্ষা উপকরণ পেয়ে আমরা আরো উজ্জীবিত। আগামীতে সততা সংঘের কর্মকাণ্ড সততার সহিত পরিচালনা করার জন্য আমাদের আরো সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। 

 প্রভাষক হোসাইন আহাম্মদের সঞ্চালনায় শিক্ষপোকরণ বিতরণ অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক কামরুল কবীর ভূঁইয়া, সহকারী প্রধান শিক্ষক  মোঃ আনোয়ার উদ্দীন হিরন, প্রভাষক জিয়াউল হায়দার প্রমূখ। 

একুশে সংবাদ/এস কে 


 

Link copied!