AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে সাতক্ষীরায় আ’ লীগের মতবিনিময়


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সাতক্ষীরা
০৭:৫১ পিএম, ৮ নভেম্বর, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে সাতক্ষীরায় আ’ লীগের মতবিনিময়

আগামী ১৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা সফর উপলক্ষে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা অঅওয়ামী লীগের আয়োজনে বুধবার দুপুরে শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়াম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, দলটির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক, নির্বাহী সদস্য বাবু নির্মল কুমার চ্যাটার্জী, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়াম্যান আসাদুজ্জামান বাবু, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান প্রমুখ। 

এছাড়া জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত ক্যু করে ক্ষমতায় আসার জন্য সারাদেশে ১৪ সালের মতো আবারও সহিংসতা শুরু করেছে। তাদেরকে রুখতে আওয়ামী লীগের সবপর্যায়ের নেতা-কমীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে। বক্তারা এ সময় আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার জনসভা সফল করার জন্য সাতক্ষীরা থেকে সর্বোচ্চ সংখ্যক নেতা-কর্মীকে উপস্থিত থাকার আহবান জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!