AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবক খুন


Ekushey Sangbad
আশরাফ গোলাপ, কেন্দুয়া, নেত্রকোনা
০৮:৩৬ পিএম, ২ নভেম্বর, ২০২৩
কেন্দুয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবক খুন

নেত্রকোনার কেন্দুয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাকিব জাহান সাগর( ২৫) নামে এক যুবক খুন হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামে।নিহত সাগর মনকান্দা গ্রামের শান্ত মিয়ার ছেলে।

সে মোবাইল ওয়ালেট বিকাশ কোম্পানিতে কর্মরত ছিল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় গত ২৩ অক্টোবর রাতে মনকান্দা এলাকায় ওয়াজমাহফিল চলার সময় এলাকার কয়েকজন উশৃংখল ছেলে মাহফিলে আসা কয়েকজন মহিলাকে ইভটিজিং করার সময় সাগর প্রতিবাদ করে।মাহফিল শেষে রাত ১১.টার দিকে সাগর বাড়ি ফেরার পথে তাকে কয়েজন দুর্বিত্ত উপর্যুপরি মারাত্মক ভাবে আহত করে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায়।পরে আহত সাগরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আজ বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকাল ৬.৩০ মিনিটের সময় সেখানেই সে মারা যায়।

উপজেলার গন্ডা ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য আলী উসমান খুনের ঘটনা নিশ্চিত করে বলেন মুলত ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাগর খুন হয়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি এই খুনের ঘটনার দায়ীদের উপযুক্ত বিচার চাই। 

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক মো. এনামুল হক বলেন এই ইভটিজিংয়ের ঘটনায় সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দুই তিন জনকে আসামি করে সাগররের বাবা শান্ত মিয়া বাদী হয়ে গত ২৭ অক্টোবর ৩২৩,৩২৬,৪০৭,৩৭৯ মূল ধারায় থানায় মামলা করেছিলেন।।আজ বৃহষ্পতিবার মনকান্দা গ্রামের সাগর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে আছে।মামলাটি এখম হত্যা মামলা হিসাবে গণ্য করা হবে। আসামিদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে। 

 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!