AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম ভাঙ্গুড়ার আমিনুল হক মিয়াজি


Ekushey Sangbad
ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি, পাবনা
০৯:৫৫ পিএম, ৩১ অক্টোবর, ২০২৩

জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম ভাঙ্গুড়ার আমিনুল হক মিয়াজি

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল হক মিয়াজি।

 

সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলন-২০২৩ এর অনুষ্ঠানে তাঁকেসহ তিনজনকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমামের পুরস্কার প্রদান করা হয়।

 

হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল হক মিয়াজি উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামের আফজাল হোসেন মিয়াজির ছেলে ও ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর হাতে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম খান।

 

এসময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুহা. আব্দুল হামিদ জমাদ্দার ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. বশিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এর আগে মাওলানা আমিনুল ইসলাম মিয়াজি পাবনা জেলা ও রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন। হাফেজ মাওলানা আমিনুল হক মিয়াজি তাঁর এ কৃতিত্বের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবার নিকট দোয়া কামনা করেছেন।’

 

একুশে সংবাদ/শ.সা.প্র/জাহা

Shwapno
Link copied!