AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশের হাতে থাকবে না প্রাণঘাতী অস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪৭ পিএম, ১২ মে, ২০২৫

পুলিশের হাতে থাকবে না প্রাণঘাতী অস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের হাতে আর কোনো প্রাণঘাতী অস্ত্র (মারণাস্ত্র) থাকবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন—“পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকতে পারবে না। যাদের হাতে রয়েছে, তাদের তা ফেরত দিতে হবে। সিদ্ধান্ত হয়েছে— পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না। অস্ত্র থাকবে শুধুমাত্র আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের হাতে, যাদের কাজ সাধারণ পুলিশের চেয়ে ভিন্ন।”

উপদেষ্টা জানান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পুনর্গঠন নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। এ জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

গার্মেন্টস শ্রমিকদের বিষয়ে জাহাঙ্গীর চৌধুরী বলেন—“ঈদের আগেই বেতন-ভাতা পরিশোধ করতে হবে। তবে অবৈধ দাবি বরদাশত করা হবে না। প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে গরুর হাটে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে তিনি বলেন—“প্রতি হাটে ১০০ আনসার সদস্য মোতায়েন করতে হবে। যাত্রীরা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং রাস্তায় যেন চাঁদাবাজি না হয়, সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”

এই সিদ্ধান্তগুলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা রক্ষায় অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থান নির্দেশ করে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে

Shwapno
Link copied!