রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে একশো গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে তানোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সুমাসপুর গ্রামে গাঁজাসহ এই দুইজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুমাসপুর গ্রামের গোলাপ হোসেনের পুত্র দেলোয়ার হোসেন (৩০) ও গোকুল গ্রামের নাজিম উদ্দীন কবিরাজের পুত্র সুমন (২৭)।
জানা গেছে, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিমের নির্দেশনায় এসআই আলতাফ হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সুমাসপুর গ্রামে গাঁজা লেনদেনের সময় প্রায় এক কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান ওসি আব্দুর রহিম।
একুশে সংবাদ/স.শ.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

