AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবনায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পাবনা
১১:৫৮ এএম, ২২ অক্টোবর, ২০২৩

পাবনায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

আধিপত্য বিস্তার নিয়ে তুচ্ছ ঘটনার দ্বন্দ্বে পাবনায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মোস্তাফিজুর রহমান সিয়াম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

 

শনিবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে শহরের শান্তিনগর এলাকায় শহিদ আমিন উদ্দিন আইন কলেজের পাশের গলিতে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম পাবনা পৌর এলাকার পাওয়ার হাউজ পাড়ার মো. ইবরাহীম এর ছেলে। সিয়াম রাধানগর মজুমদার (আর এম) একাডেমীর দশম শ্রেণির ছাত্র ছিল।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় রাধানগর রথঘর এলাকায় সিয়ামের সঙ্গে তার বন্ধু সৈকত, আরিফসহ কয়েকজনের পূর্ববিরোধ নিয়ে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে রাতে শান্তিনগর এলাকায় একা পেয়ে সিয়ামকে কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

 

ওসি রওশন আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছে।অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। রবিবার (২২ অক্টোবর) পাবনা জেনারেল হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিয়ামের বাবা ইব্রাহিম আলী বলেন, একজন ফোন করে জানালো আমার ছেলেকে নাকি চাকু মারছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। গিয়ে দেখি ছেলেটা মারা গেছে। যারাই এ হত্যার সাথে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই ।

 

একুশে সংবাদ/স.টি/না.স

Link copied!