AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে বিদ্যুৎ যাওয়া-আসায় বিপর্যস্ত জনজীবন



চাঁদপুরে বিদ্যুৎ যাওয়া-আসায় বিপর্যস্ত জনজীবন

তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। বিদ্যুতের আসা- যাওয়ার এ খেলায় বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। বাণিজ্যিক উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি গরমে কষ্ট পাচ্ছেন সাধারণ গ্রাহকরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন অনেকে।

চাঁদপুরে টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে চলছে তাপপ্রবাহ। তীব্র গরমে তেতে উঠেছে পথঘাট। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। অসহনীয় এই গরমের মধ্যে বিদ্যুতের আসা-যাওয়ায় ভোগান্তিতে পড়েছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার প্রায় দেড় লাখ পরিবার। যারা সবাই পল্লী বিদ্যুতের গ্রাহক।

ঝড় ও বৃষ্টির আসার আগে সামান্য বাতাস দেখা দিলেই বিদ্যুৎ চলে যায়। গড়ে দিনে-রাতে পাঁচ থেকে ছয় ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ বিভ্রাটে (লোডশেডিং) বিঘ্ন হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা ও হাটবাজারসহ স্বাভাবিক কার্যক্রম। দিনে তাপমাত্রা বেশি হওয়ায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এবং লোডশেডিংয়ের সঙ্গে তীব্র গরম থাকায় রাতে ঘুমাতে না পেরে অসুস্থ হয়ে পড়েছে অনেকে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধ, শিশু ও অসুস্থ রোগীরা।

এ ছাড়া ও স্থানীয় ব্যবসায়ীসহ বিদ্যুৎনির্ভর প্রতিষ্ঠানগুলো পড়েছে বিপাকে। প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে তাদের। সম্প্রতি চার্জার ফ্যান কেনায় ইলেকট্রনিক্স দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে ক্রেতারা। অনেকে আবার পুরানো ফ্যানের ব্যাটারি পরিবর্তন করছেন। এতে ইলেকট্রনিক্স ফ্যানে ও ব্যাটারির দোকানে বেচাকেনা বেড়েছে বলে জানা যায়। তবে কিছু কিছু ক্রেতাদের অভিযোগ রয়েছে যে বেশি দামে চার্জার ফ্যান কিনতে হচ্ছে, দোকানদার মূল্যর চেয়ে বেশি দামে বিক্রি করছেন। এত লোডশেডিং হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন গ্রাহকরা।

এ ছাড়া লোডশেডিংয়ের কারণে আয় রোজগার ঠিকমতো হচ্ছে না ইজিবাইক ও অটোরিকশা চালকদের। রাতে বিদ্যুৎ না থাকায় গাড়ির ব্যাটারি চার্জ দিতে পারছেন না তারা। ফলে গাড়ি বন্ধ রাখতে হচ্ছে অনেক চালককে। ফরিদগঞ্জের ইছাপুরা গ্রামের অটোরিকশা চালক সোহেল বলেন, কারেন্ট ঠিকমতো না থাকায় গাড়ি চার্জ দিতে পারি না । গতকাল গাড়ি চালাতে পারি নাই। আয় না করলে সংসার চালাবো কীভাবে। ব্যাপক লোডশেডিং হচ্ছে।

গ্রাহকদের এমন অভিযোগের মধ্যে বিদ্যুৎ বিভাগের দাবি, তাদের কোনো লোডশেডিং নেই, ফ্রিকোয়েন্সি সমস্যা ও ওভার লোডের কারণে এই অবস্থা।

পল্লী বিদ্যুতের গ্রাহক মিন্টু বেপারী বলেন, দিনে-রাতে ২৪ ঘণ্টার মধ্যে আমরা ঠিকমতো পাঁচ ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছি না। একটু বাতাস দেখলেই টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকে না। যে বাতাসে লুঙ্গি ওড়ে না, সেই বাতাসের ভয়েই বিদ্যুৎ পালায়।

মাছুম তালুকদার নামে চির্কা গ্রামের আরেক গ্রাহক বলেন, সারাদিনে কতবার বিদ্যুৎ যায়, তার হিসাব রাখা কষ্টকর। লোডশেডিংয়ের কারণে বাচ্চাদের পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে।

কলেজশিক্ষার্থী আব্দুর রহমান ও স্কুলশিক্ষার্থী তৌহীদুল ইসলামের ভাষ্য, গরমের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে কোথাও পড়তে বসতে পারি না। বিদ্যুতের সমস্যা দ্রুত সমাধান করা জরুরি।

ধানুয়া এলাকার পারভীন বেগমসহ কয়েকজন গৃহবধূ বলেন, আগে বিদ্যুতের লোডশেডিং হলে তাদের এমন কষ্ট হতো না। রাতের বেলা বিদ্যুৎ চলে গেলে বাচ্চারা গরমে কান্নাকাটি শুরু করে দেয়। বাচ্চাদের সারা শরীর ঘামে ভিজে যায়।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিস সূত্রে জানা গেছে, ছয় লক্ষাধিক মানুষের বসবাস এই উপজেলায়। ফরিদগঞ্জ জোনাল অফিস ও একই উপজেলার আওতাধীন কামতা জোনাল অফিস মিলিয়ে ১ লাখ ৪৫ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। ফরিদগঞ্জ জোনাল অফিসের ২১ মেগাওয়াটের চাহিদার তারা সবটুকুই পাচ্ছেন। অন্যদিকে কামতা জোনাল অফিসের চাহিদা ১৩ মেগাওয়াটের বিপরীতে ওভার লোডের চাহিদার ৭-৮ মেগাওয়াট পাচ্ছে।

পল্লী বিদ্যুতের ফরিদগঞ্জ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. সাইফুল আলম বলেন, গ্রাহকদের অভিযোগ আংশিক সত্য। তবে আমাদের বিদ্যুৎ ঘাটতি নেই। ফ্রিকোয়েন্সির কারণে বিদ্যুতের বারবার শাটডাউন হচ্ছে।

 

একুশে সংবাদ/ চাঁ.প্র/এ.জে

Link copied!