জামালপুরের মাদারগঞ্জে হাল চাষের বাকি টাকা তুলতে গিয়ে ছাগল নিয়ে ধস্তাধস্তিবস্তায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) উপজেলার জোরখালী ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় সকাল ৮টায় এ ঘটনা ঘটে।
নিহত গন মন্ডল (৭০) রামচন্দ্রপুর এলাকার ছলি মন্ডলের ছেলে।
নিহতের পরিবার জানান, নিহতের ছেলে বানু মন্ডলের নিকট একই উপজেলার খয়লে গ্রামের হাসেন আলীর ছেলে বজলু কসাই হালচাষ বাবদ ৮ হাজার পাওনা আছে। সেই টাকা নিতে আজ সকালে নিহতের বাড়ীতে আসে বজলু কসাই ও তার স্ত্রী। বানু মন্ডলকে না পেয়ে তার বাবার ছাগল নিয়ে চলে যেতে চায় বজলু কসাই কিন্তু গন মন্ডল তা দিতে চাননি এবং দুজনে ছাগল নিয়ে ধস্তাধস্তি করার একপর্যায়ে গন মন্ডল মাটিতে লুটিয়ে পড়ে সাথে সাথেই মারা যান।
এ বিষয়ে জানতে চায়লে জোরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজা মিয়া জানান যে, আমি শুনেছি বজলু ও গন মন্ডল ছাগল নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে গন মন্ডল (৭০) মারা যায় এবং মরদেহটি থানায় নিয়ে গেছে পোস্ট মর্টেম করার জন্য।
মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহবুবুল হক জানান যে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে মরদেহটি মর্গে পাঠানো হচ্ছে রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
একুশে সংবাদ/স.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :