শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় শ্রীবরদী এর কর্মচারীদের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সোমবার (২ অক্টোবর) শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে এ ফুলেল সম্বর্ধনা প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান ও এর অবকাঠামোগত উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
একুশে সংবাদ/ম.আ.প্র/জাহা