মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৯ লাখ টাকার ৯০ গ্রাম হেরোইনসহ ৩ মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রবিবার রাতে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানার বান্দুটিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
সোমবার (০২ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা গ্রামের মো. হযরত আলীর ছেলে মো. সাজ্জাদ হোসেন (৩৪), বেথিলা চর গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে মো. কামরুল হাসান (৪২), পশ্চিম বান্দুটিয়া গ্রামের মৃত আকবর খানের ছেলে মো. নাছির উদ্দিন (৫০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল রাতে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানার বান্দুটিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ টাকা।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :