AB Bank
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘোড়াঘাটে বন্যার্ত মানুষের মাঝে খাবার স্যালাইন ও ঔষধ বিতরণ


Ekushey Sangbad
মনোরঞ্জন মোহন্ত, ঘোড়াঘাট, দিনাজপুর
০৫:৩৯ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
ঘোড়াঘাটে বন্যার্ত মানুষের মাঝে খাবার স্যালাইন ও ঔষধ বিতরণ

প্রাকৃতিক কারণে অবিরাম বর্ষণ ও উজানের পানির ঢলে দিনাজপুরের ঘোড়াঘাট করতোয়া নদীর পানি বাড়ায় ভোগান্তিতে জনজীবন।

 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি ভ্রাম্যমাণ মেডিকেল টিম উপজেলার ১ নং বুলাকিপুর ইউপির কুলানন্দপুর প্রত্যন্ত বন্যা কবলিত এলাকার মানুষদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করে।

 

ইতিমধ্যে শতাধিক পরিবার বন্যায় পানিতে মারাত্মক ভাবে ক্ষতি গ্রস্থ হয়ে অসহায় হয়ে পড়েছে। নদী তীরবর্তী অধিকাংশ লোকজন দরিদ্র সীমার নিচে বসবাস করে ও ক্ষতি গ্রস্থ এই সমস্ত পরিবার বর্তমানে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। কৃষক, শ্রমিক, দিনমজুরসহ বন্যা কবলিত এলাকার মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। এ সব এলাকায় প্রায় ১০০ টি পরিবারের মাঝে খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধ করণ এবং ঔষধ প্রদান করা হয়েছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সার্বিক তত্বাবধানে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল টিমে বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করছেন ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার  ডাঃ আহসান হাবিবের নেতৃত্বে, স্বাস্থ্য পরিদর্শক বিমল চন্দ্র চক্রবর্তী, স্বাস্থ্য সহকারী আবু খায়ের নাসিদ,স্টোর কিপার আইনুল হক।

 

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল আনোয়ার বলেন, এই এলাকার রাস্তা-ঘাট পানিতে ডুবে যাওয়াই মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এই অবস্থায় গর্ভবতী মহিলা এবং বয়োবৃদ্ধ মুরব্বিদের হাসপাতালে নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য বিষয়। এতে চিকিৎসাসেবার অভাবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু বা হতাহতের আশঙ্কা কমাতে উপজেলা প্রশাসনের নির্দেশেই একটি মেডিকেল টিম গঠন করে আমরা সেবা প্রদান করে আসছি৷

 

একুশে সংবাদ/স ক 

 

 

Link copied!