AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নলডাঙ্গায় মাদক করবারী সস্ত্রীক আটক


Ekushey Sangbad
সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা
০৪:১৫ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

নলডাঙ্গায় মাদক করবারী সস্ত্রীক আটক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় হিরোইন ও গাজা বিক্রির অভিযোগে কুখ্যাত মাদক ক্বারবারী কমল চন্দ্র দাশ ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (২৭ সেপ্টেম্বর) আনুমানিক রাত আটটার সময় গোপন সংবাদের ভিক্তিতে সাদুল্লাপুর থানার উপ- পরিদর্শক জসিম ও তাহসিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাজা ও ১ গ্রাম হিরোইনসহ সস্ত্রীকে নিজ বাড়ি থেকে আটক করে।

 

আটককৃতরা হলেন- উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের  মৃত ধীরেন চন্দ্র দাশের ছেলে কমল চন্দ্র দাশ ও তার স্ত্রী আলো রানী দাশ।

 

স্থানীয়রা জানান, কমল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক বেচাকেনার একাধিক মামলা রয়েছে। ইতিপূর্বে মাদক বিক্রির অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি একাধিকবার আটক হয়ে জেলহাজতে গিয়েছিলেন।  কিন্তু কিছুদিন যেতেনা যেতেই জেলহাজত থেকে জামিনে মুক্ত হয়ে আবারও মাদক বেচাকেনায় জড়িয়ে পড়েন।

 

সাদুল্লাপুর থানার এসআই তাহসিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,কমল ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য বেচাকেনা করে আসছিলেন। এমন তথ্যের ভিক্তিতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে স্বামী স্ত্রীকে আটক করে। তিনি আরো বলেন মাদক নির্মূলে পুলিশের এ অভিযান সর্বদা অব্যাহত থাকবে।মাদক ক্বারবারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। যেখানেই মাদকের ক্বারবার হবে সেখানেই পুলিশ হানা দেবে।

 

পরেরদিন বৃহস্পতিবার পুলিশ বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায়  থানায় একটি মামলা রুজু করা হয়।পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে আটক দম্পতিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/শ.ই.প/জাহা

Shwapno
Link copied!