জামালপুরের মাদারগঞ্জে উপজেলার বিভিন্ন হাট বাজারের ব্যবসায়ী সমিতি`র কমিটি ও ইজারাদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, সমসাদ আরা রেবা, মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন, সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মিরন, গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু, বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম, চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহিদুর রহমান উজ্জল,, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ ও শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে আলু,পিয়াজ,ডিম নির্ধারণকৃত মুল্য বিভিন্ন হাট- বাজারে বাস্তবায়ন করার লক্ষ্যে স্থানীয় চেয়ারম্যান, ব্যাবসায়ী সমিতির কমিটির সভাপতি/সম্পাদক ও ইজারাদারদের সাথে মতবিনিময় সভা করা হয়। এসময় উপজেলার বিভিন্ন হাট - বাজারের ব্যবসায়ী সমিতির কমিটি ও ইজারাদারগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/সা.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :