আজ শুক্রবার ২২ সেপ্টেম্বর বিকালে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ১৫ নং পুর্ব পুরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি মিনি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট -২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন ২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাহার আকন্দ বিপিএম (বার) পি পিএম (বার) খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ কামরুজ্জামান জামান।
উক্ত ফুটবল ফাইনাল টুর্নামেন্ট খেলায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ২নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মদ ধন মিয়া,বীর মুক্তিযোদ্ধা মোঃ রুস্তম আলী।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ইবনে আব্দুল্লাহ শাহজাহান, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম আকন্দ, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ এইচ এম আব্দুল্লাহ প্রমুখ।
উক্ত মুক্তিযোদ্ধা স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার আয়োজনে ছিল চল স্বপ্ন ছুই এ্যান্ড ব্লাড ডোনেশন ক্লাব, সার্বিক সহযোগিতায় ছিল ফ্রেন্ডশীপ ইয়ংম্যান্স ক্লাব। অদ্যকার ফাইনাল টুর্নামেন্ট খেলায় ফুলবাড়িয়া যুব সংঘ স্পোর্টিং ক্লাব, পারদিয়াকুল উদ্দীপনা স্পোর্টিং ক্লাব কে ০১-০০ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টের প্রথম পুরস্কার ছিল একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ছিল একটি এলইডি রঙিন টিভি। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কটিয়াদী উপজেলা মাদক বিরোধী সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ দিদার আকন্দ।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :