চুয়াডাঙ্গার জীবননগরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ১০০ সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় জীবননগর পৌরসভা চত্বরে এই হুইলচেয়ার বিতরণ করা হয়।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো.আলী আজগার টগর।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী`র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিকড় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির সামি মুহিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিকড় সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও সময় টিভির রিপোর্টার আদীব জামাল,দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো.হাফিজুর রহমান হাফিজ,দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জেসিআই এর পরিচালক এমপি পুত্র মুনতাসির আজগর আকাশ সহ অনেকে।
একুশে সংবাদ/হ.আ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :