AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিয়ামতপুরে দুই মাসের ব্যবধানে সাপে কেটে ১০ জনের মৃত্যু


Ekushey Sangbad
নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি, নওগাঁ
০৬:২৩ পিএম, ৯ সেপ্টেম্বর, ২০২৩
নিয়ামতপুরে দুই মাসের ব্যবধানে সাপে কেটে ১০ জনের মৃত্যু

নওগাঁর নিয়ামতপুর ৫০ শয্যা হাসপাতালে সাপে কাটা রোগীর জীবন রক্ষাকারী ভ্যাকসিনের সরবরাহ রয়েছে। তবে গ্রামাঞ্চলের মানুষের অসচেতন থাকায় দুই মাসের ব্যবধানে উপজেলায় সাপের কামড়ে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত সোমবার রাতে জিয়াউর রহমান সাপের কামড়ে মারা যান।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষাক্ত সাপ কামড়ালে তার জন্য অ্যান্টিভেনম প্রয়োগ ও এটির পার্শ্বপ্রতিক্রিয়া রোধ করার জন্য যেসব জিনিস প্রয়োজন তা আমাদের মজুত রয়েছে। দুই মাসের ব্যবধানে সাপে কেটে উপজেলায় আট জন রোগী মারা গিয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত দু’মাসে ব্যবধানে উপজেলায় সাপের কামড়ে রোগী সংখ্যা বাড়ছে। তবে অসচেতনতার কারণে প্রথমে রোগীকে ওঝার নিকট নিয়ে যায়। এরপর রোগীর অবস্থা আশঙ্কাজনক পরিস্থিতি হলে ডাক্তারের কাছে নিয়ে যায়। এজন্যই সাপে কামড়ে মৃত্যু পাল্লা ভারী হচ্ছে। সাপে কেটে যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেককেই বিষাক্ত (চিতা বড়া) সাপে কেটেছে এবং ঘুমের মধ্যেই এদের দংশন করেছে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব-উল আলম বলেন, সাপে কাটার পর অনেকে ওঝা বা কবিরাজের নিকট নিয়ে যায়। যখন রোগীর অবস্থা খারাপ হয় তখন হাসপাতালে নিয়ে আসেন। ফলে সেই সময়ে ডাক্তারদের কিছুই করার থাকে না। এজন্য কোন ওঝা বা কবিরাজের নিকট না গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে বিনামূল্যে সেবা নেয়ার পরামর্শ দেন তিনি।

 

একুশে সংবাদ/ন.প্র/জাহা

Link copied!