নেত্রকোনার কেন্দুয়াতে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের তালিকা প্রকাশ করে।
৭ টি ক্যাটাগরিতে এই তালিকা প্রকাশ করা হয়। এতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, ও শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।
শিক্ষা পদক-২০২৩ প্রদানের নিমিত্তে কেন্দুয়া উপজেলায় নির্বাচিত বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা ১.মীর্জা মোহাম্মদ, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, কেন্দুয়া, নেত্রকোনা, ২. মোহাম্মদ আজিজুল ইসলাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, নূরেছা দুখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩. মোছা: শিরীন আক্তার, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ,রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪. ফজলুল হক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, দূর্গাপুর জুবেদ আলী ভূইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫. সামিয়া আক্তার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা,তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬. শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, সিংহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭. শিল্পী রানী সরকার, শ্রেষ্ঠ এস.এম.সি.সভাপতি ভগবতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিরিন আক্তার,শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা সামিয়া আক্তার, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মির্জা মোহাম্মদ আলাদাভাবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাদের অর্জিত কৃতিত্ব বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসর্গ করেন।
তারা বলেন, আমরা সব সময় নিজের সেরাটা বিলিয়ে দিতে চেষ্টা করি। আমাদেরকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত করায় শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল বলেন,শিক্ষা অধিদপ্তরের কাইটেরিয়ায় উপজেলা বাছাই কমিটি ক্যাটাগরি অনুযায়ী নম্বর বিভাজনের মাধ্যমে মৌখিক পরীক্ষা গ্রহণ করার পর নাম্বারের ভিত্তিতে ফলাফল ঘোষনা করা হয়েছে।
একুশে সংবাদ/আ.গ.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

