AB Bank
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে যশোরে আরও একজনের মৃত্যু


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৯:৪৯ পিএম, ৪ সেপ্টেম্বর, ২০২৩
ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে যশোরে আরও একজনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যশোরে ইয়াসিন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার যশোর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে তার মৃত্যু হয়।

সোমবার এ তথ্য জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পার্থ প্রতীম চক্রবর্তী। ইয়াসিন অভয়নগরের বাগুটিয়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পার্থ প্রতীম চক্রবর্তী বলেন, ‘ইয়াসিন নামের এক রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার খুলনা থেকে এসে যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে চিকিৎসক তাকে খুলনা বা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তারপর রোগীর স্বজনেরা তাকে অন্য কোথাও নেননি। ২ সেপ্টেম্বর এই হাসপাতালে আইসিইউতে বেড খালি হওয়ার পর তাকে সেখানে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরেরদিন দুপুরে মারা যায় সে।

সিভিল সার্জন অফিস জানিয়েছেন, সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোর জেলায় ৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১ শত ২৯ জন রয়েছেন।

এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৭৩ জন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত আট মাসে ডেঙ্গুতে যশোরে ছয়জন মারা গেছে।

 

একুশে সংবাদ/স ক 
 

Link copied!