ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে রাঙ্গামাটির পর্যটনের ঝুলন্ত সেতু। দুর্ঘটনা এড়াতে সেতু নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পর্যটন করপোরেশন সেতুর ওপর পর্যটকদের চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) হ্রদের পানিতে সেতুটি প্রায় ৬ ইঞ্চি পানির নিচে তলিয়ে আছে।
পর্যটন বোট ঘাট ইজারাদার মো. রমজান বলেন, সেতু ডুবে যাওয়ায় আমাদের কোনো বোট ভাড়া হয়নি। গত ৫ দিন আমাদের আয় কমেছে। পানি না কমলে আমাদের আয় কমে যাবে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের রাঙামাটি ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা সংবাদমাধ্যমকে বলেন, কাপ্তাই হ্রদের পানি বেড়ে গিয়ে ঝুলন্ত সেতু ডুবে গেছে।
ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় পর্যটকদের জন্য সকাল থেকে সেতু পারাপারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ঝুলন্ত সেতুটি আবার উন্মুক্ত করে দেওয়া হবে
একুশে সংবাদ/ন.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

