সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার বিকেলে বোয়ালিয়া বাজারে ছয়টি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক ঔষধ জব্দের পর ধংস ও ৪০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোছাঃ খাদিজা খাতুন এ আদালত পরিচালনা করেন।
এসময় তার সাথে উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসওয়াদ বিন রাহাত খলিল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
উপজেলার বোয়ালিয়া বাজারের রাব্বি ট্রেডার্স, আবদুল্লাহ বীজ ভান্ডার, আকন্দ ট্রেডার্স, তালুকদার ট্রেডার্স, রফিকুল ট্রেডার্স, রূপালী
ট্রেডার্স ও ইফা ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানীর নানা পরিমাণের ২৫০ বোতল তরল ও ৩০০ প্যাকেট মেয়াদোত্তীর্ণ কীটনাশক ঔষধ জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
এছাড়াও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
একুশে সংবাদ/সা.স.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

