বরিশালের উজিরপুরে গাঁজা সেবন ও পুরিয়া রাখার দায়ে দুই জনকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৭ আগস্ট) রাত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এম ইশমাম।
বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.কামরুল আহসান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার শিকারপুর ইউনিয়নের রাজ্জাক খাঁন এর ছেলে হুমায়ন কবীর (৪২) ও উজিরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত ঔপেন্ড ঘোষ এর ছেলে সমির কৃষ্ণ ঘোষ (৪৮)।
উজিরপুর মডেল থানার এস আই সনেট জানান, উপজেলার ঢাকা- বরিশাল মহাসড়কে ইসলাদি বাস স্ট্যান্ড এলাকায় প্রতিদিন মাদকসেবীদের আড্ডা বসে। স্থানীয়দের এমন অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইশমাম এর নেতৃত্বে অভিযান চালায় পুলিশ।
মাদক সেবন ও রাখার অভিযোগে দুই জনকে আটক করা হয়। তাদের তল্লাশি করে কয়েকটি গাঁজার পুরিয়া পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১ বছরের কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে সমির কৃষ্ণ ঘোষ ৮০০ টাকা এবং হুমায়ন কবীর কে ১৬০০ টাকা অর্থদণ্ড দিলে ১ বছরের সাজা বহাল থাকে। তাদের দুই জনকেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইশমাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(গ) ৩৬/২১ ধারায় দুই জনকে ১ বছরের বিনাশ্রম সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। উজিরপুর এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/র.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :