AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চোর গ্রেফতার


রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চোর গ্রেফতার

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি  পাওয়ার প্লান্টের ১১০ কেজির অধিক তামার তারসহ চোর চক্রের ১ সদস্যকে আটক করেছে ৩ আনসার ব্যাটালিয়ন রামপাল ক্যাম্পের সদস্যরা। 

 

শনিবার (২৬ আগস্ট) বিকাল ৫ টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে লেবার কলোনির (এপিবিএল) কোম্পানীর ১০ নম্বর কক্ষে অভিযান চালিয়ে চোর চক্রের ওই সদস্যদের আটক করা হয়।

 

গ্রেফতারকৃত চোর  মোঃ মাহফুজ হাওলাদার (২৬) রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের সাত পুকুরিয়া গ্রামের  লিয়াকত হাওলাদারের পুত্র। আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেব নাথ শনিবার রাত সাড়ে ৭টার দিকে দিকে এ তথ্যনিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে অধিনায়ক চন্দন দেবনাথের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শনিবার সন্ধ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের লেবার কলোনির এপিবিএল কোম্পানী এলাকা থেকে বিপুল পরিমান তামার তার পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে আনসার ব্যাটালিয়নের চৌকশ আভিযানিক একটি দল বিদ্যুৎ কেন্দ্রের লেবার কলোনির এপিবিএল কোম্পানীর ১০ নম্বর কক্ষে অভিযান চালায়।

 

এ সময় ১১০ কেজির অধিক পরিমানে আর্থিং কপার ক্যাবলসহ চোর চক্রের ঐ সদস্যকে আটক করা হয়। জব্দ করা কপার ক্যাবলের আনুমানিক বাজার  মূল্য ১ লক্ষ ৬৫ হাজার টাকা প্রায়।

 

তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক জব্দ করা মালামালসহ চোরদের রামপাল থানায় সোপর্দ করা ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

উল্লেখ্য গত মে ২০২২ তারিখ থেকে এ পর্যন্ত ৫৯ টির অধিক অভিযানে প্রায় ৭০ লক্ষ ৫০ হাজার ৮০০ টাকার চোরাই মালামাল ও ৫১ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

একুশে সংবাদ/ম.জ.প্র/জাহা

Link copied!