AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে ভ্রাম্যমান আদালতে বিপুল পরিমান চায়না দোয়ার জাল জব্দ, অতপর আগুনে পুড়িয়ে ধ্বংশ



শ্রীপুরে ভ্রাম্যমান আদালতে বিপুল পরিমান চায়না দোয়ার জাল জব্দ, অতপর আগুনে পুড়িয়ে ধ্বংশ

প্রশাসনের কাছে শ্রীপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ও অভিযোগ ছিল নদ-নদী,খাল-বিল ও উন্মুক্তজলাশয় থেকে অবৈধ চায়না কারেন্ট জাল ও চায়না দোয়ার জাল উচ্ছেদ করা। এই জাল জলাশয়ে ব্যবহারের ফলেদেশী মাছ প্রায়ই বিলুপ্তির পথে।
 

এলাকাবাসীর অভিযোগ ও দাবির মুখে শেষ পর্যন্ত মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার এ অবৈধ জালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে উদ্যোগি হয়েছেন।


শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুমার নদের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করে শতাধীক চায়না দোয়ার জাল জব্দ করেন। যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিনলক্ষ টাকা। ভ্রাম্যমান আদালতের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) উদ্ধারকৃত অবৈধ জাল কুমার নদের ব্রিজঘাটে উপস্থিত জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংশ করে দেন।


এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু বলেন, অবৈধ বিদেশী জাল জলাশয়ে ব্যবহারের কারণে দেশীয় প্রজাতীর বিভিন্ন ধরণের মাছ দিনদিন বিলুপ্তি হয়ে যাচ্ছে। নিষিদ্ধ ঘোষিত এসব জাল বাজারজাতকারীসহ ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান সবসময় চালু ছিল। উন্মুক্ত জলাশয়ের দেশীয় মাছ সংরক্ষণের স্বার্থে এ অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।

 

একুশে সংবাদ/স ক  
 

Shwapno
Link copied!