AB Bank
ঢাকা শনিবার, ০৯ ডিসেম্বর, ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সড়ক নিয়ে বিরোধে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ আহত-২০


সড়ক নিয়ে বিরোধে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ আহত-২০

চলাচলের সড়ক নিয়ে বিরোধের জেরে দু‍‍`দল গ্রামবাসীর রক্তক্ষয়ী  সংঘর্ষে ২০ জন আহত হয়েছে আহতরা রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে।

 

শুক্রবার সকালে রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের জহির মন্ডলপাড়া এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের জোয়ানের চর গ্রামের সীমান্তবর্তী এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। 

 

স্থানীয় সূত্র ও আবু তাহের মন্ডল জানান, দুই বছর আগে কাদের স্বেচ্ছায় গ্রামবাসীদের চলাচলের  জন্য একটি সড়ক রাস্তা তৈরী করে দিয়েছে। সড়ক তৈরি করার সময় থেকেই স্থানীয় কবির হোসেন বিরোধিতা করে আসছিল। এবং জমিদাতা কাদেরকে ভুল বুঝিয়ে সড়কটি বন্ধ করার পায়তারা করে আসছিল।

 শুক্রবার সকালে কবির গ্রুপের যোগসাজশে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও  লাঠিসোটা নিয়ে সড়কটিতে  অবস্থান করে ভেঙ্গে ফেলার জন্য হকুম দেয়। কাদের হোসেন কবিরের প্রলোভনে পরে  সড়কটি কোদাল দিয়ে কেটে  ফেলতে শুরু করে। এসময় সড়কটিতে আমি সহ গ্রামবাসী বাধা দিতে গেলে কবির গ্রুপের লোকজনের সাথে মারপিট শুরু হয়। 

 

মারপিটে দু‍‍`পক্ষের লোকজনই গুরুতর আহত হয়েছে।আহতদের মধ্যে কবিরের অনুসারী‍‍`রা হলেন, শহিদুল (৩৫), লোকমান (৪৫) নবীজল (৪৩) শাহিন(৩০) গুরতর আহত, আন্জু খাতুন (৪০), কবির (৪০), সাইদুর (২১)।

 

 তাহের গ্রুপের অনুসারীরা হলেন, আলমঙ্গীর (৩২),  আজাদ (৪০) গুরতর আহত, মাইদুল (৩০), আবু বক্কর (৪২), আকিদুল (৩০), জয়নাল (৫৫)।
 

মারপিট করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে কবির হোসেন সাংবাদিকদের বলেন, আমার জমিতে শ্রমীক নিয়ে আমন ধান রোপনের জন্য জমি প্রস্তুত করছিলাম এসময়  রাস্তা নিয়ে কাদের  সাথে বাকবিতণ্ডা চলছিল এমতাবস্থায় তাহের গ্রুপের লোকজন আমাদেরকে ঘেরাও করে আমার লোকজনের ওপর হামলা চালায় এবং আমাদেরকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে  কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসয় আমাদের সেচপাম্প ও পাওয়ার টিলার জোরপূর্বক নিয়ে যায় হামলাকারীরা।

 

মারামারির বিষয়ে কাদেরের ছেলে খোকনের সাথে কথা হলে তিনি বলেন, আমার জমির উপর দিয়ে দুই বছর আগে যাতায়াতের জন্য  আমার বাবাকে ভয়ভীতি দেয়াইয়া রাস্তা তৈরী করে নেয় গ্রামবাসি।আজ আমার জমিতে আমান ধান রোপনের জন্য রাস্তার আইল ছাঁটছিলাম তারা আমাকে মারপিট করেছে।

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, এঘটনায় ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাজীবপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল দেওয়ানগঞ্জ উপজেলার আওতাধীন হওয়ায় দেওয়ানগঞ্জ পুলিশের একটি দল  ঘটনাস্থল পরিদর্শন করেছে।


এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল চন্দ্র ধর বলেন,আমার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করেন বলেও জানান তিনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/স ক  

Link copied!